

•ভয়ঙ্কর ঘটনা ঘটল দিল্লিতে৷ রাগ, ঝগড়ার মধ্যেই কর্মচারীর আঙুল কামড়ে ছিড়ে দিলেন এক ব্যক্তি! ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধেবেলা দিল্লির ময়ূর বিহার অঞ্চলে৷Representative Image


•একটি বীমা সংস্থায় কাজ করেন হেমন্ত সিদ্ধার্থ৷ বৃহস্পতিবার অক্ষরধাম অঞ্চলে তিনি দেখা করেন তার কর্মচারী মোহিতের সঙ্গে৷ এক সর্বভারতীয় দৈনিকের খবর, এরপর তারা দু’জনে সেখান থেকে করোল বাগের উদ্দেশ্যে যাত্রা করেন৷Representative Image


•সেখানে যে কাজটি ছিল, তাতে মোহিতের সাহায্য প্রয়োজন ছিল সিদ্ধার্থের৷ এই সময়ই কাজে মতোবিরোধে শুরু হয়৷ কথা কাটাকাটি৷ হয় প্রথমে৷ যা বড় আকার নেয়৷ দু’জনে তখন গাড়ির ভিরত ছিলেন৷ ফলে গাড়ির ভিতরই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে৷Representative Image


•বাকবিতন্ডা এতটাই চরমে ওঠে যে কর্মচারীর আঙুলে কামড় বসিয়ে তা ছিঁড়ে দেন সিদ্ধার্থ! কোনও মতে মালিকের গাড়ি থেকে নিজেকে বাঁচিয়ে পালান মোহিত৷ তারপরই পুলিশকে ফোন করেন তিনি৷Representative Image


•গাজিয়াবাদের বাসিন্দা মোহিতকে আঙুলের অস্ত্রোপচার করতে হয়৷ জানা গিয়েছে এই হাত দিয়ে মালিক হেমন্ত সিদ্ধার্থকে ঘুঁষি মেরেছিলেন মোহিত৷ তাই নিজেকে বাঁচাতেই এমন কাণ্ড ঘটান হেমন্ত সিদ্ধান্ত৷ কামড় বসান কর্মচারীর আঙুলে৷ ইতিমধ্যেই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে৷Representative Image