*মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। রবিবার সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারত মহাসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ফাইল ছবি।
2/ 7
*আগামী রবিবার পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। IMD জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এটি অগ্রসর হবে।
3/ 7
*ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলে। মনে কড়া হচ্ছে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। ১৬ মে এই ঝড় ঘণ্টায় ৮০ কিমি বেগে বওয়ার সম্ভাবনা।
4/ 7
*ইতিমধ্যেই বিপদের কথা মাথায় রেখে কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া এবং কেরল উপকূলে মৎস্যজীবীদের ১৪ মে অর্থাৎ শুক্রবার সকাল থেকে ১৬ মে, রবিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব আরব সাগর, মালদ্বীপ ও লাক্ষাদ্বীপের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফাইল ছবি।
5/ 7
*এই মর্মে কোস্টগার্ডের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একইসঙ্গে যারা ইতিমধ্যেই সমুদ্রে পাড়ি দিয়েছেন, তাদেরও নিকটবর্তী বন্দরে নোঙর করতে বলা হয়েছে। ফাইল ছবি।
6/ 7
*IMD-র পূর্বাভাস, এই গভীর ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্র, শনি এবং রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপে, কেরল, তামিলনাড়ু, এবং কর্ণাটকের কিছু অংশে। শনিবারে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু ও কর্ণাটক উপকূলে। ফাইল ছবি।
7/ 7
*সাইক্লোন তাউকতাই ভারতীয় ভূখণ্ডে এসে পৌছলে এটাই হবে ২০২১ সালের প্রথম ঘূর্ণিঝড়। তাউকতাই নামটি মায়ানমারের দেওয়া। ফাইল ছবি।