কার্যত কুবেরের ধন পাওয়া গিয়েছে বিহারে। বলা হচ্ছে ভারতের ৪৪ শতাংশ সোনা মজুত আছে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারের জামুই জেলায়। সরকারের বিভিন্ন মহল থেকে এই দাবি করা হয়েছে।
2/ 9
বিহারের জামুই জেলার কারমাটিয়া, ঝাঝা ও সোনো এলাকায় এই সোনার খনি পাওয়া গিয়েছে বলে খবর।
3/ 9
গত বছর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সোনার খনির বিষয়ে লোকসভায় কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দেশের মোট সোনা উত্তোলনের ৪৪ শতাংশ মজুত থাকতে পারে বিহারে।
4/ 9
চোখ কপালে উঠবে আনুমানিক ভাবে মজুত থাকা সোনার পরিমাণ জানলে। এই তিনটি গ্রামে মোট সোনার পরিমাণ ২৩ কোটি টন।
5/ 9
তবে কেউ জানত না এই বিপুল পরিমাণ সোনা মাটির তলায় মজুত আছে। মাওবাদী প্রভাবিত এলাকায় এই যক্ষের ধন লুকিয়ে আছে, আন্দাজ করতে পারেননি কেউই।
6/ 9
মোট ৪০ বছর লেগেছে এই বিপুল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ পেতে। আর এই খোঁজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে কে জানেন, কয়েকটি পিঁপড়ে।
7/ 9
কথিত আছে, ৪০ বছর আগে, এলাকায় একটি বিশাল বটগাছ ছিল, প্রখর রোদের থেকে বাঁচতে পিঁপড়ের দল সেই বটগাছের তলায় বাসা তৈরির প্রক্রিয়া শুরু করে।
8/ 9
দেখা যায়, সেই পিঁপড়ের দল মুখে করে মাটি তুলে আনছে, কিন্তু সঙ্গে তুলে আনছে হলুদ হলুদ সমস্ত জিনিস। সেই সময়েই প্রথমবার খবর ছড়িয়ে পড়ে, তার পর খোঁজ শুরু হয়।
9/ 9
ভারতে সবচেয়ে বড় সোনার খনি রয়েছে কর্নাটকে। কোলার সোনার খনি সবচেয়ে বড় এক সোনার খনি ছিল। তবে ২০০১ সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছে।