

অন্ধ্রপ্রদেশে পুলিশের মহিলা কর্মী যা করলেন তার প্রশংসায় মেতেছেন সকলেই। শ্রীকাকুলামে নিজের কাঁধে এক বৃদ্ধকে কিলোমিটার রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা। এই প্রবল ঠাণ্ডায় রাস্তায় কোনও পোশাক ছাড়া নগ্ন অবস্থায় মৃত পড়েছিলেন এক বৃদ্ধ৷ যাঁকে দেখাশুনো করার কেউ নেই৷ তাঁকেই সঠিক সৎকার হয় তাই এত বড় পদক্ষেপ নিলেন তিনি৷ যাতে অশীতিপর মৃত বৃদ্ধের দেহ সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায়৷


শীর্ষা শ্রীকাকুলামের কাশিবুগ্গা পুলিশ স্টেশনে কাজ করেন সাব ইন্সপেক্টরের৷ শীর্ষা খবর পান একজন পরিচয়বিহীণ বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে রয়েছে৷ সেখানে পৌঁছে শীর্ষা স্থানীয়দের অনুরোধ করেন যাতে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া যায়৷ যখন কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না তখন ওই মহিলা পুলিশ কর্মী নিজের কাঁধে ওই বৃদ্ধের মৃতদেহ তুলে নেওয়ার ব্যবস্থা করেন৷


শীর্ষাকে এইভাবে মৃতদেহ তুলে নিতে দেখে কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ এরপর তারা স্থানীয় একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় দাহকার্য শেষ হয়৷