বছর চব্বিশের রাধিকা মার্চেন্টের সঙ্গে সেই ছোটবেলা থেকেই বন্ধুত্ব অনন্তের। এর আগে রাধিকাকে আম্বানি পরিবারের একাধিক অনুষ্ঠানে অনন্তের সঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি, আকাশ এবং শ্লোকা আম্বানির ছেলে পৃথ্বী আকাশ আম্বানির প্রথম জন্মদিনের অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি।