দূরপাল্লার ট্রেনে চেপে কোথাও যাওয়ার সময় অনেকেরই মনটা চপ-মুড়ির আবদার করে ওঠে। কিন্তু ট্রেনে চপ-মুড়ি পাওয়া আর হাতে চাঁদ পাওয়া একই ব্যাপার।
এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) যাত্রীদের সুখবর দিল। দূরপাল্লার ট্রেনে এবার ঘুগনি, ঝালমুড়ি, আলুর তপ পাওয়া যাবে।
আইআরসিটিসির 'A-la-Carte' মেনু অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে দুটি ৪০ গ্রামের চপ ও ১০০ গ্রাম ঘুগনির দাম হবে ৪০ টাকা।
১০০ গ্রামের ঝালমুড়ি বা ভেলপুরির দাম পড়বে ৩০ টাকা। জিএসটি সমেত।
রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের '২এ, '৩এ' এবং 'চেয়ারকার'-এ সন্ধ্যার খাবার হিসেবে আলুর চপ থাকবে।
...