হোম » ছবি » দেশ » মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!
মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!
Bangla Editor
1/ 5
এমনই আঁতকে ওঠার মতো ঘটনা ঘটেছে৷ শুনতে অবাক লাগলেও এমনই ব্যবহার পেল দুগ্ধপোষ্য শিশু! খোদ বাবার থেকে৷ শিশুটিকে উদ্ধার করে দিল্লি মহিলা কমিশন৷ শিশুটির বয়স তিনবছর৷
2/ 5
ঘটনা দিল্লির প্রেম নগরের৷ শিশুটি ঘোরতর অসুস্থ ছিল৷ তবে নেশাগ্রস্ত বাবার তা নিয়ে একেবারেই হুঁশ ছিল না৷ এমন ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে৷ জানিয়েছেন প্রতিবেশীরা৷
3/ 5
বাচ্চাটির মা মারা গিয়েছেন গতবছর৷ বাবা পেশায় রিক্সাচালক৷ দিনরাত মদের নেশাতেই থাকেন৷ এমনকি দুধের বোতলে মদ ঢেলেও বাচ্চাকে খাওয়াতে দেখেছেন প্রতিবেশীরা৷
4/ 5
উদ্ধারের পর জানা গিয়েছে যে তিন দিন ধরে অভুক্ত ছিল শিশুটি৷ বাবাও ছিলেন নিরুত্তাপ৷ এখনও এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি, তবে মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেন শিশুর বাবার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ৷
5/ 5
আপাতত শিশুটি হাসপাতালে ভর্তি৷ দীর্ঘ সময় ধরে মলমূত্রের মধ্যে থাকার ফলে তার শরীরে সংক্রমণ হয়েছে৷ আরও জানা গিয়েছে যে শিশুটিকে যেই ঘর থেকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে অসংখ্য মদের বোতল পাওয়া গিয়েছে৷
মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!
এমনই আঁতকে ওঠার মতো ঘটনা ঘটেছে৷ শুনতে অবাক লাগলেও এমনই ব্যবহার পেল দুগ্ধপোষ্য শিশু! খোদ বাবার থেকে৷ শিশুটিকে উদ্ধার করে দিল্লি মহিলা কমিশন৷ শিশুটির বয়স তিনবছর৷
মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!
ঘটনা দিল্লির প্রেম নগরের৷ শিশুটি ঘোরতর অসুস্থ ছিল৷ তবে নেশাগ্রস্ত বাবার তা নিয়ে একেবারেই হুঁশ ছিল না৷ এমন ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে৷ জানিয়েছেন প্রতিবেশীরা৷
মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!
উদ্ধারের পর জানা গিয়েছে যে তিন দিন ধরে অভুক্ত ছিল শিশুটি৷ বাবাও ছিলেন নিরুত্তাপ৷ এখনও এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি, তবে মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেন শিশুর বাবার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ৷
মলমূত্রের মধ্যে পড়ে শিশু, নেশারু বাবা মুখে ঢেললেন মদ মেশানো দুধ!
আপাতত শিশুটি হাসপাতালে ভর্তি৷ দীর্ঘ সময় ধরে মলমূত্রের মধ্যে থাকার ফলে তার শরীরে সংক্রমণ হয়েছে৷ আরও জানা গিয়েছে যে শিশুটিকে যেই ঘর থেকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে অসংখ্য মদের বোতল পাওয়া গিয়েছে৷