হোম » ছবি » দেশ » মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

  • 17

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    ট্রেনে কি মদের বোতল নিয়ে সফর করা যায়? ধরা পড়লে শাস্তি অথবা জরিমানা হতে পারে? রেলযাত্রার সময় সুরাপ্রেমীদের মনে এমন প্রশ্ন কোনও না কোনও সময় নিশ্চয় উঁকি দিয়েছে। সেই প্রশ্নের উত্তর দেওয়া হল এখানে। তবে কোন কোন রাজ্যে মদ নিষিদ্ধ সেটা জেনে রাখাও জরুরি।

    MORE
    GALLERIES

  • 27

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    সংবিধান অনুযায়ী, প্রতিটি রাজ্যের অ্যালকোহল সংক্রান্ত নিজস্ব নিয়ম তৈরি করার স্বাধীনতা রয়েছে। সেই মোতাবেক রাজ্য ভেদে মদ বিক্রি এবং মদ্যপানের বিধান আলাদা। তাই ট্রেনে অ্যালকোহল নেওয়া যাবে কি না সেটা নির্ভর করছে যাত্রী কোন রাজ্যে ভ্রমণ করছেন তার উপরে।

    MORE
    GALLERIES

  • 37

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    দেশের এই রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ: ভারতের অনেক রাজ্যেই শুধু মদ্যপান নয়, এর সঙ্গে সম্পর্কিত সমস্ত ধরনের কার্যকলাপই নিষিদ্ধ। যেমন বিহার, গুজরাত, লাক্ষাদ্বীপ এবং নাগাল্যান্ড। এই সব রাজ্যে ট্রেন, মেট্রো, বাস বা কোনও পরিবহণ মাধ্যমেই মদ নিয়ে সফর করা যাবে না। এই রাজ্যগুলিতে মদ উৎপাদন, বিক্রি বা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন এই রাজ্যগুলিতে যদি মদ নিয়ে কেউ ট্রেনে সফর করেন তাহলে জেল কিংবা জরিমানা হতে পারে।

    MORE
    GALLERIES

  • 47

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    যে রাজ্যগুলিতে নিষেধাজ্ঞা নেই সেখানে কী নিয়ম: যে সব রাজ্যে মদ নিষিদ্ধ নয়, সেখানে রেলওয়ে কর্তৃপক্ষের নিয়ম মেনে বন্ধ বোতলে মদ নিয়ে সফর করা যেতে পারে। তবে মদ্যপ অবস্থায় ট্রেনে উঠলে শাস্তি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 57

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    কতটা অ্যালকোহলের অনুমোদন রয়েছে: যদি কেউ মদ নিয়ে ট্রেনে সফর করেন তাহলে মদের পরিমাণ যেন ২ লিটারের বেশি না হয়। মদের বোতল সম্পূর্ণভাবে সিল করা থাকতে হবে। প্যাক করে রাখতে হবে কভারও। ট্রেনে সফরকালে কোনও ভাবেই তা যেন অন্য কারও চোখে না পড়ে।

    MORE
    GALLERIES

  • 67

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    রেলওয়ে আইন ১৯৮৯: রেলওয়ে প্ল্যাটফর্মে বা রেলওয়ে স্টেশনের যে কোনও স্থানে, রেলওয়ে চত্বরের খোলা জায়গায় মদ্যপান করা বা মদ বহন করা বেআইনি। রেলওয়ে আইন ১৯৮৯-এর অধীনে শাস্তি হতে পারে। এই আইন অনুযায়ী, কোনও ব্যক্তি অ্যালকোহল বা অন্যান্য নেশা, মাদক পদার্থ নিয়ে রেলের সম্পত্তিতে প্রবেশ করতে পারবেন না। রেলওয়ের অধীনে সমস্ত জায়গায় মদ এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ।

    MORE
    GALLERIES

  • 77

    Alcohol Ban In Train: মদ নিয়ে ট্রেনে সফর কি বেআইনি? দেখে নিন রেলের আইন, শাস্তি বা জরিমানার পরিমাণ

    ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা: রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪৫ ধারায় বলা হয়েছে, মদ বা নেশাদ্রব্য ট্রেন, রেলওয়ে প্ল্যাটফর্ম-সহ রেল চত্বরে সেবন করলে বা পাওয়া গেলে যাত্রীর ট্রেনের টিকিট বা রেলওয়ে পাস বাতিল করা হবে। শুধু তাই নয়, সেই যাত্রীর ৬ মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

    MORE
    GALLERIES