দেশের এই রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ: ভারতের অনেক রাজ্যেই শুধু মদ্যপান নয়, এর সঙ্গে সম্পর্কিত সমস্ত ধরনের কার্যকলাপই নিষিদ্ধ। যেমন বিহার, গুজরাত, লাক্ষাদ্বীপ এবং নাগাল্যান্ড। এই সব রাজ্যে ট্রেন, মেট্রো, বাস বা কোনও পরিবহণ মাধ্যমেই মদ নিয়ে সফর করা যাবে না। এই রাজ্যগুলিতে মদ উৎপাদন, বিক্রি বা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন এই রাজ্যগুলিতে যদি মদ নিয়ে কেউ ট্রেনে সফর করেন তাহলে জেল কিংবা জরিমানা হতে পারে।
রেলওয়ে আইন ১৯৮৯: রেলওয়ে প্ল্যাটফর্মে বা রেলওয়ে স্টেশনের যে কোনও স্থানে, রেলওয়ে চত্বরের খোলা জায়গায় মদ্যপান করা বা মদ বহন করা বেআইনি। রেলওয়ে আইন ১৯৮৯-এর অধীনে শাস্তি হতে পারে। এই আইন অনুযায়ী, কোনও ব্যক্তি অ্যালকোহল বা অন্যান্য নেশা, মাদক পদার্থ নিয়ে রেলের সম্পত্তিতে প্রবেশ করতে পারবেন না। রেলওয়ের অধীনে সমস্ত জায়গায় মদ এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ।