পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি হচ্ছে কিং কোবরা। সাধারণত কালো ডোরা কাটা কোবরা সাপই বেশি দেখা যায় এশিয়ায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
2/ 9
কিন্তু অনেকেই শুনে অবাক হবেন যে ভারতে সাদা রংয়ের কোবরা সাপ উদ্ধার হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সাপটির ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।
3/ 9
সাধারণত সাদা কোবরাকে অ্যালবিনো কোবরা বলা হয়। এই সাপ অত্যন্ত বিরল প্রজাতির। ভারতে এর আগেও বেশ কয়েকবার এমন সাদা কোবরা উদ্ধার হয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
4/ 9
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে একটি বাড়ির বাইরে এমন সাদা কোবরার দেখা মেলে। সেখানকার বাসিন্দারা এমন সাপ দেখে কার্যত ঘাবড়ে যান। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
5/ 9
তারপরেই তাঁরা স্থানীয় বন বিভাগকে খবর দেন। বন বিভাগের কর্মীরা এসে বিরল এই সাপটিকে উদ্ধার করে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
6/ 9
জানা গিয়েছে, বিশ্বের প্রথম ১০টি বিরল প্রাণীর মধ্যে একটি হল সাদা কোবরা। গত বছরের অক্টোবরে এমনই একটি সাপ পাওয়া গিয়েছিল পুনেতে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
7/ 9
বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে এখন পর্যন্ত মাত্র ৮ থেকে ১০টি সাদা কোবরা দেখা গেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
8/ 9
লম্বায় এই সাপ ৫ ফুটের মতো হয়। এদের ত্বকে মেলানিন কমে যাওয়ার কারণে ত্বকের রং দুধ সাদা হয়ে যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
9/ 9
সোশ্যাল মিডিয়ায় অনেকে তো দাবি করেছেন, এই সাপগুলির দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Albino King Cobra: কী করে সম্ভব! দুধ সাদা রংয়ের কিং কোবরা ঘুরছে ভারতে, দেখেই চমকে উঠলেন সকলে
সাধারণত সাদা কোবরাকে অ্যালবিনো কোবরা বলা হয়। এই সাপ অত্যন্ত বিরল প্রজাতির। ভারতে এর আগেও বেশ কয়েকবার এমন সাদা কোবরা উদ্ধার হয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Albino King Cobra: কী করে সম্ভব! দুধ সাদা রংয়ের কিং কোবরা ঘুরছে ভারতে, দেখেই চমকে উঠলেন সকলে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে একটি বাড়ির বাইরে এমন সাদা কোবরার দেখা মেলে। সেখানকার বাসিন্দারা এমন সাপ দেখে কার্যত ঘাবড়ে যান। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Albino King Cobra: কী করে সম্ভব! দুধ সাদা রংয়ের কিং কোবরা ঘুরছে ভারতে, দেখেই চমকে উঠলেন সকলে
জানা গিয়েছে, বিশ্বের প্রথম ১০টি বিরল প্রাণীর মধ্যে একটি হল সাদা কোবরা। গত বছরের অক্টোবরে এমনই একটি সাপ পাওয়া গিয়েছিল পুনেতে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)