ভারতের সেরা ফাইটার বিমানের সুখই 30 MKI। শক্তিশালী রাডার সিস্টেম এবং ভয়ানক সব যুদ্ধাস্ত্রে সজ্জিত দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর প্রধান অবলম্বন। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রায় ৩০০-৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বিমানের রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
আইএনএস বিক্রমাদিত্য- এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এই রণতরীর বিমান শাখা ২৪টি ‘মিগ-২৯কে’ এবং বহুমুখী হামলায় সক্ষম ‘তেজস’ যুদ্ধবিমান ও ১০টি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার নিয়ে গঠিত। এছাড়া এতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।