1/ 5


অতিক্রান্ত ৮ অক্টোবর সারা দেশ বায়ুসেনা দিবস পালন করে ৷ যাত্রা শুরু হয়েছিল ১৯৩২ সালের আজকের দিনেই ৷ সংগৃহীত ছবি ৷
2/ 5


মাত্র ছয় পাইলট ও ১৯ বায়ুসেনা কর্মীদের নিয়েই শুরু হয়েছিল এই গৌরবের মুহূর্ত ৷ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেশ শক্তিশালী বায়ুসেনায় পরিণত হয়েছে, এমনটাই ট্যুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
3/ 5


ভারতবাসী হিসাবে দেশের জওয়ানদের প্রতি আলাদা ভাবে কৃতজ্ঞ ও দায়বদ্ধ থাকা উচিৎ ৷ আজ তাঁরা দেশের হয়ে লড়ছেন বলেই সরা দেশের মানুষ নিশ্চিন্তে আছেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
4/ 5


ভারত মাতার রক্ষার্থে নিজেদের জীবন তুচ্ছ করেছেন ৷ মানবতার স্বার্থে লড়েছেন প্রতিটি মুহূর্তেই ৷ জওয়ানদের শৌর্য ও বীর্যেই দেশের সম্মান নির্ভর করে ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷