পাটনা থেকে দিল্লি যাওয়ার পথে দিল্লির নজফগড়ে বড়সড় দুর্ঘটনায় পড়ল একটি এয়ার অ্যাম্বুলেন্স ৷ দুপুর ২.৪৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ এয়ারপোর্টের পাশের একটি ক্ষেতে এমার্জেন্সিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে ক্র্যাশ ল্যান্ডিং করায় পাইলট ৷ বিমানের সাত যাত্রীর মধ্যে জখম হয় দুই জন তবে বাকি পাঁচ যাত্রী সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷
অ্যালকেমিস্ট কোম্পানির ওই এয়ার অ্যাম্বুলেন্সে পাটনা থেকে একজন হার্ট পেশেন্টকে দিল্লি আনা হচ্ছিল ৷ c90 এয়ারক্র্যাফ্টের পাইলট ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি কারণে বিমানের ক্র্যাশ ল্যান্ডিং করাতে বাধ্য হন ৷ DGCA-কে উড়ানে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছিল বলে খবর ৷ তখন এয়ার অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্ট থেকে মাত্র ৬ নটিক্যাল মাইল দূরে ছিল ৷