মুম্বইয়ে এমনিতেই প্রচণ্ড গরম। তার মধ্যে উত্তাপ কিছুটা বাড়িয়ে দিলেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের বান্দ্রায় দেখা পাওয়া গেল শ্রেয়স আইয়ারের। দলকে এবার সাফল্য এনে দিতে পারেননি শ্রেয়স। কেকেআরের সঙ্গে তাঁর মনোমালিন্যের খবরও পাওয়া গিয়েছিল। আইপিএল শেষ হতেই এখন জাতীয় দলের জন্য প্রস্তুতি শুরু করেছেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্স তাঁর নেতৃত্বে এবার আইপিএলে প্লে-অফে পৌছতে পারেনি। শ্রেয়স আইয়ার সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ। মাঝেমধ্যে ছবি, ভিডিও শেয়ার করেন তিনি।