

ইনদওরে শয়ে, শয়ে কাকের মৃত্যুতে আগেই সন্দেহ হয়েছিল৷ তাদের মধ্যে পাওয়া ঘাতক বার্ড ফ্লু-র (Bird flu) ভাইরাস৷ এই খবর সরকারিভাবে স্বীকার করে নিয়েছে মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh Government)৷ এরপর থেকে রাজ্য জুড়ে বার্ড ফ্লু-র অ্যালার্ট জারি করা হয়েছে৷ মধ্যপ্রদেশের জন সম্পর্ক বিভাগের পক্ষ থেকে জারি করা বয়ান অনুযায়ি কাকেদের মৃত্যুর কারণ জানার পর তা নিয়ন্ত্রণ করতে পশু পালন মন্ত্রী প্রেম সিং পটেল নির্দেশ দিয়েছে৷ পাখিদের মৃত্যু আটকাতে ভারত সরকারের জারি করা নির্দেশ পালন করার কথা বলা হয়েছে৷


মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির ২০২১-র মধ্যে ইনদওরে ১৪২ জন, মন্দসরে ১০০ জন, আগর -মালবা ১১২, খরগোন জেলায় ১৩, সিহোরে ৯ টি কাক মারা গেছে৷ মৃত কাকদের নমুনা দ্রুত ভোপালের ডিআই প্রয়োগশালায় পাঠানো হচ্ছে৷ জেলার পশুপালন বিভাগের আধিকারিকরা কাক মৃত্যুর খবর পেলেই জেলা কালেক্টরের নির্দেশ মতো স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে অন্য বিভাগের সঙ্গে সমন্বয় করে রিপোর্ট পাঠাচ্ছে৷


এর মধ্যে সর্বভারতীয় সংবাদ এজেন্সি ANI মন্দসোর -র পশু পালন বিভাগের চিকিৎসক মনীক্ষ হঙ্গালের সঙ্গে কথা বলে বার্ড ফ্লু নিশ্চিত হয়েছে৷ তিনি জানিয়েছেন ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে জেলায় ১০০ কাকের মৃত্যু হয়েছে৷ স্বাস্থ্যবিভাগের দল এক কিলোমিটারের মধ্যে নজর রাখছে৷


এর পাশাপাশি পোলট্রি উৎপাদক বাজার, ফার্ম, জলাশয়ের পাখি এবং পরিযায়ি পাখিদের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে৷ সব নমুনা এক করে ভোপালে পাঠানো হচ্ছে৷ রোগ নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত আমলারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পিপিই কিট , অ্যান্টি ভাইরাল ড্রাগ পাঠাচ্ছে ৷ এছাড়া মৃত পক্ষীদের জন্য ডিসপোজ ও ডিসইনফ্যাকট্যান্ট করার কাজ চালানো হচ্ছে৷ কাকেদের মধ্যে পাওয়া ভাইরাস এচ৫এন৮ এখনও অবধি মুরগিদের মধ্যে পাওয়া যায়নি৷ মুরগিদের মধ্যে যে ভাইরাস পাওয়া যায় সেটা হল এচ৫এন১৷ মন্ত্রী সাধারণ মানুষদের কাছে আবেদন করেছেন যে তাঁরা যেন দ্রুত পাখি মৃত্যুর খবর প্রশাসনিক দফতরে দেন৷