দেশে ফিরলেন অভিনন্দন, খুশিতে মাতল দেশ! দেখুন কিছু ছবি...
Bangla Editor
1/ 7
বায়ুসেনা অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আজ ফেরাল ভারতে। সেই জন্য আজ সকাল থেকেই সারা দেশের মানুষ আনন্দে মেতেছেন। বায়ুসেনার এক প্রতিনিধি মণ্ডল সকালেই পৌঁছে গিয়েছিলেন বর্ডারে! photo source collected
2/ 7
বায়ুসেনাকে বুধবার পাকিস্তানি সেনারা আটক করেছিল। এর পর ভারত থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হয় পাকিস্তানের উপর। আজ বায়ুসেনাকে ফিরিয়ে দিল পাকিস্তান।
3/ 7
মানুষ বাজনা নিয়েই সকাল থেকেই অপেক্ষায় ছিলেন বর্ডারে। photo source collected
4/ 7
সকাল থেকেই বর্ডারে কড়া পাহারাতে ছিলেন BSF এর টিম। photo source collected
5/ 7
অভিনন্দনের পরিবার তিন প্রজন্ম ধরে দেশের হয়ে কাজ করছেন। তাঁদের পরিবারের গর্ব আরও বাড়িয়ে দিলেন অভিনন্দন! photo source collected
6/ 7
২০০৪ সালে সেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন অভিনন্দন। তাঁর ফেরার জন্য কড়া পাহারায় ছিল ভারত। photo source collected
7/ 7
ভারত-পাকিস্তানের মধ্যে এ কদিন যা চলছে তাতে কেউই ভাবতে পারেননি এত তাড়াতাড়ি অভিনন্দনকে দেশে ফেরাবে পাকিস্তান। কিন্তু প্রধানমন্ত্রীর চেষ্টার ফল আজ সামনে এল। ফিরিয়ে দিল পাকিস্তান আমাদের বায়ুসেনাকে। photo source collected