আপ নেত্রীর অভিযোগ দিল্লির দুই পৃথক জায়গা থেকে দুটি ভোটার কার্ড রয়েছে গম্ভীরের । দিল্লির করোল বাগ ও রাজিন্দর নগর, এই দুই স্থান দিল্লি সাংসদীয় আসনের আওতায় পড়ে ও আপ নেত্রীর অভিযোগ এই দুই কেন্দ্র থেকেই ভোটার কার্ড রয়েছে গম্ভীরের । ভোটারদের কাছে তাঁর আর্জি,'গম্ভীরকে ভোট দিয়ে নিজেদের মূল্যবান ভোট নষ্ট করবেন না'।