

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার নতুন ভার্সান লঞ্চ করেছে ৷ এই নতুন অ্যাপের নাম mAadhaar বা এমআধার ৷ প্রতীকী ছবি ৷


অত্যন্ত সহজেই এই অ্যাপ ডাউনলোড করা যেতে পারে ৷ এই অ্যাপের সাহায্যে আধার রিপ্রিন্ট করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷


আধার রিপ্রিন্টের জন্য ৫০ টাকা সার্বিস চার্জ দিতে হবে এবং ১৫ দিনের মধ্যেই বাড়িতে বসেই পাওয়া যাবে নতুন আধার কার্ড ৷ প্রতীকী ছবি ৷


এই নতুন অ্যাপের ফলে সহজ সরল হতে চলেছে আধার সংক্রান্ত বিষয়গুলি ৷ এই নতুন অ্যাপের মাধ্যমে KYC, QR কোড স্ক্যান করে আধার স্ক্যান করা, ঠিকানা সংযোজন, আধার ভেরিফাই, ই-মেল ভেরিফাই, UIDAI-এর কাজ অত্যন্ত সহজেই করা যায় ৷ প্রতীকী ছবি ৷


বাংলা, ইংরেজি, হিন্দি, ওড়িয়া, তেলুগু, উর্দু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি ও অসমীয়া ভাষায় কাজ করার সুবিধা থাকছে এই অ্যাপে ৷ প্রতীকী ছবি ৷


এই নতুন অ্যাপে সার্ভিস ড্যাশবোর্ডে সব ধরনের অনলাইন সুবিধা থাকবে ৷ মাই আধার সেকশনে ৷ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে সহজেই আধার পাওয়া সম্ভবপর হয় ৷ প্রতীকী ছবি ৷