• এর আগে কংগ্রেসের জন্য যে পতাকা তৈরি করেছিলেন গান্ধিজি, সেটিও তেরঙ্গা পতাকা ছিল, কিন্তু তার মাঝে ছিল চরকা। সেই চরকা তুলে দিয়ে নতুন ভারতের পতাকায় অশোক চক্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতা হস্তান্তরের পর ১৫ অগাস্ট লালকেল্লায় এই পতাকা উত্তোলন করেন জওহরলাল নেহরু।