*ভ্রমণপ্রেমীদের কাছে রাজস্থান (trip to Rajasthan) অন্যতম আকর্ষণীয় স্থান (holiday destination)। ভারতীয় রাজা বা মহারাজাদের ঐতিহ্য এবং রাজকীয়তা একবার ছুঁয়ে দেখতে চায় না এমন মানুষ পাওয়া বিরল। অনেকে আবার ডেস্টিনেশন ওয়েডিং (destination weddings) ভেন্যু হিসেবে বর্তমানে বেছে নিচ্ছেন রয়্যাল রাজস্থানকে। (Image: Shutterstock)
*এ দিকে, ভারতীয় রেলের পরিকল্পনায় রয়েছে দেশের ১৫০টি স্টেশন। যেগুলিকে নতুন করে অত্যাধুনিকতার মোড়কে (redevelop) সাজিয়ে তোলা হবে। সেই ১৫০টির মধ্যে রয়েছে রাজস্থানের আটটি স্টেশন। যেখানের গেলে আপনি রেল স্টেশনে রয়েছেন নাকি এয়ারপোর্টে, ভ্রম হবে। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি মাসের প্রথমদিকে যোধপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, প্রথম পর্যায়েই সাজিয়ে তোলা হবে প্রস্তাবিত ৮ স্টেশন।