করোনার জেরে ছেদ পড়ল ৬২৪ বছরের পুরনো ঐতিহ্যে, বন্ধ হয়ে গেল মাহেশের রথযাত্রা
Bangla Editor | News18 Bangla | May 30, 2020, 2:45 PM IST
1/ 5
• করোনার জেরে স্থগিত হয়ে গেল দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রাও ।
2/ 5
• এবার হবে না মাহেশের রথযাত্রা । ৬২৪ বছরের সুপ্রাচীন ইতিহাসে ছেদ পড়ল মারণ ভাইরাসের কারণে ।
3/ 5
• মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ৫ জুন স্নানযাত্রা হবে মন্দিরের বারান্দায় ।
4/ 5
• নারায়ণ শিলাকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি । কিন্তু ছয় শতকের পুরনো, প্রাচীন এই রথের চাকা গড়াবে না এ বছর ।
5/ 5
• করোনা আতঙ্কে দেশ জুড়ে চলছে লকডাউন । চতুর্থ পর্যায়ের লকডাউনে কিছু ছাড় দেওয়া হলেও এখনও কোনওরকম বড় জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে । ফলে এ বছর বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হল শ্রীরামপুরের সুপ্রাচীন এই রথযাত্রাকে ঘিরে ।