হোম » ছবি » দেশ » ৫৯ বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহিলা প্রমাণ করলেন তিনিই বেস্ট
অদম্য প্রয়াসে ভেঙেছে সমস্ত প্রতিকূলতা, ৫৯ বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আশাদিদি প্রমাণ করলেন আগুনকে কখনও চাপা দেওয়া যায়না
Bangla Digital Desk
1/ 4
শেখার কোনও বয়স নেই হয়ত এই চিরসত্যকে ফের প্রমাণ করলেন ওড়িশার ৫৯ বছরের এক মহিলা, গর্বের সঙ্গে জানিয়েছেন যে তিনি স্কুল ফাইনাল পাস করেছেন ৷ (Photo-ANI) ৷
2/ 4
ওড়িশার ভদ্রকের বাসিন্দা ৫৯ বছরের আশাদিদি তাঁর নাম গুনারানি খাটুয়া তৃতীয় বারের প্রয়াসে ম্যাট্রিক পাস করেছেন ৷ (Photo-ANI) ৷
3/ 4
গুনারানি খাটুয়া এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন পরাজয়ের কাছে হার না মেনে তৃতীয়বারে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ (Photo-ANI) ৷
4/ 4
গুনারানি তাঁর পরিবারের লোকজন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তাঁরা সমর্থনেই এই পথ পার হতে পেরেছেন গুনরানি খাটুয়া ৷ (Photo-ANI) ৷
অদম্য প্রয়াসে ভেঙেছে সমস্ত প্রতিকূলতা, ৫৯ বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আশাদিদি প্রমাণ করলেন আগুনকে কখনও চাপা দেওয়া যায়না
শেখার কোনও বয়স নেই হয়ত এই চিরসত্যকে ফের প্রমাণ করলেন ওড়িশার ৫৯ বছরের এক মহিলা, গর্বের সঙ্গে জানিয়েছেন যে তিনি স্কুল ফাইনাল পাস করেছেন ৷ (Photo-ANI) ৷