• অবলা প্রাণীদের উপর মানুষের অত্যাচারের বহু ঘটনা দেখেছে দেশ । কখনও বাজি ভর্তি ফল দিয়ে হাতিকে মারা, কখনও নৃসংশভাবে কুমীর হত্যা, কখনও চোরাশিকার, কখনও নিছক মজা লুঠতে নানা নৃশংসতার পরিচয় দিয়েছে ‘উন্নত’ মানবজাতি । এ বার ছোট্ট ঘরে বন্দী থাকা অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ছত্তীসগড়ে । প্রতীকী চিত্র ।