

জেইই এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে৷ এরই মধ্যে এ দিন থেকে নিটপরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷আর প্রথম তিন ঘণ্টাতেই চার লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন৷ এ বছর মোট১৫ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছেন৷ আগামী ১৩ সেপ্টেম্বর এই পরীক্ষাহওয়ার কথা৷ প্রতীকী ছবি৷


করোনা অতিমারির কারণে JEE(MAIN) এবং NEET(UG) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে৷যদিও বুধবারই ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, পূর্ব নির্ধারিত দিনেই পরীক্ষাগুলি হবে৷তবে পরীক্ষাকেন্দ্র গুলিতে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে৷ছাত্রছাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পরীক্ষাগ্রহণ কেন্দ্রে সংখ্যা ২৫৪৬ থেকে বাড়িয়ে ৩৮৪৩ করা হয়েছে৷প্রতীকী ছবি


সাধারণত নিট পরীক্ষায় একটি ঘরে ২৪ জন পরীক্ষার্থীকে বসানো হয়৷ এবার সেই সংখ্যা কমিয়ে ১২ করাহয়েছে৷ JEE(MAIN) পরীক্ষাতেও একটি আসন ছেড়ে ছেড়ে পরীক্ষার্থীদের বসানো হবে৷প্রতীকী ছবি৷


গত ১৭ অগাস্ট JEE(MAIN) পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছিল এনটিএ৷ ইতিমধ্যেই ৮৫শতাংশ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন৷ ১ থেকে ৬ সেপ্টেম্বর JEE(MAIN)পরীক্ষা হওয়ার কথা৷ সাড়ে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী JEE(MAIN) পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরেছেন৷প্রতীকী ছবি৷


NEET(UG) পরীক্ষায় কী কী স্বাস্থ্যবিধি মানা হবে, রবিবার সেই প্রোটোকল প্রকাশ করেছে এনটিএ৷তাতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে ভিড় এড়াতে পরীক্ষার্থীদের আলাদা আলাদা রিপোর্টিং টাইম দেওয়া হবে৷পাশাপাশি থার্মাল গান দিয়ে সমস্ত পরীক্ষার্থী এবং পরীক্ষাগ্রহণের সঙ্গে যুক্ত কর্মীদের শরীরের তাপমাত্রা মাপাহবে৷ কারও জ্বর বা অন্য কোনও উপসর্গ থাকলে তাঁদের আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়া হবে৷ লম্বাহাতল দেওয়া মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে৷ হাতে গ্লাভস পরে পরীক্ষার্থীদেরপেন দিয়ে সই করতে হবে, কারও আঙুলের ছাপ নেওয়া হবে না৷প্রতীকী ছবি৷