• ৩ তারিখ বিকেলের মধ্যে ভয়ানক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ওড়িশার মূল ভূখণ্ডে ৷ ইতিমধ্যেই চরম সতর্কতা অলম্বন করা হয়েছে ৷ এই মুহূর্তে পুরীর থেকে আর মাত্র ৬১০ কিমি দূরে অবস্থান করছে ফণী ৷
2/ 6
• মনে করা হচ্ছে শুক্রবার দুপুরের মধ্যেই পুরীতে তাণ্ডবলীলা দেখাবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ৷ ফণীর কারণে মোট ১০৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল রেলমন্ত্রকের তরফে ৷ যেমন---
3/ 6
• শিলচর-ত্রিবান্দ্রম এক্সপ্রেস, হাওড়া-ভাস্কো দ্য গামা এক্সপ্রেস, নন্দনকানন এক্সপ্রেস (আনন্দ বিহার-পুরী), ধৌলি এক্সপ্রেস (হাওড়া-পুরী), রাজ্যরাণী এক্সপ্রেস (গুনুপুর-রৌরকেল্লা) বাতিল হয়েছে ৷
4/ 6
• রাজ্যরাণী এক্সপ্রেস (রৌরকেল্লা-গুনুপুর), হিরাখন্দ এক্সপ্রেস (জগদ্দলপুর-ভুবনেশ্বর), হিরাখন্দ এক্সপ্রেস (ভুবনেশ্বর-জগদ্দলপুর), জুনাগড় রোড-ভুবনেশ্বর এক্সপ্রেস (আপ ও ডাউন), পুরী-হাওড়া এক্সপ্রেস (আপ ও ডাউন) ৷
5/ 6
• শ্রী জগন্নাথ এক্সপ্রেস (আপ ও ডাউন), কলিঙ্গ উৎপল এক্সপ্রেস (পুরী-হরিদ্বার) বাতিল হয়েছে ৷
6/ 6
• পুরুষত্তম এক্সপ্রেস (আপ ও ডাউন), পুরী-হাওড়া উইকলি এক্সপ্রেস (আপ ও ডাউন), পুরী-আজমের এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস (বিশাখাপত্তনম-ভুবনেশ্বর) ও তিরুপতি-পুরী এক্সপ্রেস বাতিল হয়েছে ৷
• ৩ তারিখ বিকেলের মধ্যে ভয়ানক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ওড়িশার মূল ভূখণ্ডে ৷ ইতিমধ্যেই চরম সতর্কতা অলম্বন করা হয়েছে ৷ এই মুহূর্তে পুরীর থেকে আর মাত্র ৬১০ কিমি দূরে অবস্থান করছে ফণী ৷
• মনে করা হচ্ছে শুক্রবার দুপুরের মধ্যেই পুরীতে তাণ্ডবলীলা দেখাবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ৷ ফণীর কারণে মোট ১০৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল রেলমন্ত্রকের তরফে ৷ যেমন---
• পুরুষত্তম এক্সপ্রেস (আপ ও ডাউন), পুরী-হাওড়া উইকলি এক্সপ্রেস (আপ ও ডাউন), পুরী-আজমের এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস (বিশাখাপত্তনম-ভুবনেশ্বর) ও তিরুপতি-পুরী এক্সপ্রেস বাতিল হয়েছে ৷