হোম » ছবি » দেশ » ঋণ মুকুবের দাবিতে ফড়নবিস সরকারের বিরুদ্ধে কৃষকদের মহামিছিল, দেখুন ছবি
ঋণ মুকুবের দাবিতে ফড়নবিস সরকারের বিরুদ্ধে কৃষকদের মহামিছিল, দেখুন ছবি
Ananya Chakraborty
1/ 15
ফড়নবিসের সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকেরা ৷ প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে অল ইন্ডিয়া কিষাণ সভার নেতৃত্বে ৩০হাজার কৃষক প্রতিবাদে পথে নেমেছেন মুম্বইয়ের রাস্তায় ৷ (Photo: Network18)
2/ 15
সূত্রের খবর, সোমবার রাজ্য বিধানসভার বাইরে কৃষির অব্যবস্থা নিয়ে প্রতিবাদে সরব হবেন কৃষকেরা ৷ (Photo: Network18)
3/ 15
কৃষকেরা যাতে সঠিক পারিশ্রমিক পান সেই বিষয়টি নিয়েও প্রতিবাদে সরব হবেন তারা ৷ (Photo: Network18)
4/ 15
অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সম্পাদক অজিত নাওয়ালে বলেন, বিজেপি দেশের শাসক দলে আসার পর থেকেই একের পর প্রতিশ্রুতি দিয়েছেন কৃষি ব্যবস্থার উন্নতির জন্য ৷ কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতি কেবল কথাতেই রয়ে গিয়েছে (Photo: Network18)
5/ 15
কৃষকদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বিরোধী দল কংগ্রেস এবং শিবসেনাও ৷ (Photo: Network18)
6/ 15
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ইতিমধ্যেই বিষয়টি দেখভালের জন্য গিরিশ মহাজনকে নিয়োগ করেছেন ৷ (Photo: Network18)
7/ 15
গিরিজ মহাজন এআইকেএস-র প্রধানের সঙ্গে এই বিষয়টি নিয়ে সরকারের তরফে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে ৷ (Photo: Network18)
8/ 15
১৮০কিলোমিটার ‘লং মার্চ অফ ফার্মারস’-এ প্রথমে পথে নেমেছিলেন ১২হাজার কৃষক৷ (Photo: Network18)
9/ 15
এখন কৃষকের সংখ্যা ৩০হাজার ছুঁয়েছে (Photo: Network18)
10/ 15
কৃষকেরা যেসমস্ত দাবিতে পথে নেমেছেন সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এম. এস. স্বামীনাথন কমিটি তৈরি (Photo: Network18)
এছাড়াও পোকামাকড় কিংবা ঝড়ে ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষতিপূরণ হিসেবেও প্রতি একর ৪০হাজার টাকা সরকারের কাছ থেকে আদায়ের দাবিতে সরব হবেন তারা (Photo: Network18)
13/ 15
গত বছর জুনে এই একই দাবি নিয়ে দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রতিবাদে সরব হয়েছিলেন কৃষকেরা৷ (Photo: Network18)
14/ 15
নাওয়ালে জানিয়েছেন, কৃষকদের সংখ্যা ৬০হাজার ছুঁতে চলেছে (Photo: Network18)
15/ 15
প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে অল ইন্ডিয়া কিষাণ সভার নেতৃত্বে ৩০হাজার কৃষক প্রতিবাদে পথে নেমেছেন মুম্বইয়ের রাস্তায় (Photo: Network18)
ঋণ মুকুবের দাবিতে ফড়নবিস সরকারের বিরুদ্ধে কৃষকদের মহামিছিল, দেখুন ছবি
ফড়নবিসের সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকেরা ৷ প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে অল ইন্ডিয়া কিষাণ সভার নেতৃত্বে ৩০হাজার কৃষক প্রতিবাদে পথে নেমেছেন মুম্বইয়ের রাস্তায় ৷ (Photo: Network18)
ঋণ মুকুবের দাবিতে ফড়নবিস সরকারের বিরুদ্ধে কৃষকদের মহামিছিল, দেখুন ছবি
অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সম্পাদক অজিত নাওয়ালে বলেন, বিজেপি দেশের শাসক দলে আসার পর থেকেই একের পর প্রতিশ্রুতি দিয়েছেন কৃষি ব্যবস্থার উন্নতির জন্য ৷ কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতি কেবল কথাতেই রয়ে গিয়েছে (Photo: Network18)
ঋণ মুকুবের দাবিতে ফড়নবিস সরকারের বিরুদ্ধে কৃষকদের মহামিছিল, দেখুন ছবি
এছাড়াও পোকামাকড় কিংবা ঝড়ে ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষতিপূরণ হিসেবেও প্রতি একর ৪০হাজার টাকা সরকারের কাছ থেকে আদায়ের দাবিতে সরব হবেন তারা (Photo: Network18)