

দেশের গর্ব তথা নারী জাতীর গর্বও বলা যেতে পারে ৷ ওড়িশার অনুপ্রিয়া মধুমিতা লাকড়া দেশের প্রথম কমার্শিয়াল বা বাণিজ্যক পাইলট হয়ে সমগ্র দেশকে গর্বিত করেছেন ৷ তিনি মাওবাদী অধ্যুষিত এলাকা মলকানগিরির বাসিন্দা ৷ মাত্র ২৭ বছরেই বিরল কৃতিত্ব হাসিল করে গর্বিত করেছেন সকলকে ৷ অনুপ্রিয়া ইন্ডিগো ওয়ারলাইন্সের সহ-চালক বা পাইলট হিসাবে খুব তাড়াতাড়ি দেশের সেবা শুরু করতে চলেছেন ৷ একনজরে জেনে নিন কে এই অনুপ্রিয়া ৷ ছবি সংগৃহীত ৷


অনুপ্রিয়ার বাবা মোরিনিয়াস লাকড়া ওড়িশা পুলিশের কনস্টেবল ছিলেন ৷ মায়ের নাম য়াস্মতি লাকড়া তিনি গৃহবধূ ৷ অনুপ্রিয়া মাধ্যমিক পর্যায়ে কনভেন্ট স্কুলে লেখাপড়া করেছেন আর উচ্চমাধ্যমিক স্তরে সোমালিয়ার এক স্কুলে লেখাপড়া করেছেন ৷ ছবি সংগৃহীত ৷


অনুপ্রিয়া লাকড়ার ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার ৷ এই স্বপ্নপূরণ করার জন্য তিনি ইঞ্জিনিয়ারিং-এ লেখাপড়া মাঝপথে ছেড়ে ২০১২ সালে এভিয়েশন অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন ৷ ৭ বছর প্রশিক্ষণের পরে, তাঁর স্বপ্ন সত্যি হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷


অনুপ্রিয়া লাকড়ার এই বিশেষ সাফল্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷


ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক অনুপ্রিয়া লাকড়ার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি বলেছেন যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রিয়া এক উদাহরণ সরূপ ৷ ছবি সংগৃহীত ৷