

অপেক্ষা আর কয়েকটা সপ্তাহের। এ মাসের শেষে অথবা সামনের মাসেই ভারতে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য অনুমোদিত হয়ে যেতে পারে করোনার ভ্যাকসিন। শুধু তাই নয়, এবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সস-এর প্রধান রণদীপ গুলেরিয়ার দাবি, জানুয়ারির মধ্যেই চলে আসবে অন্তত দুটি ভ্যাকসিন। জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে যেতে পারে এই জোড়া ভ্যাকসিন।


ভারতে আপাতত বেশ কয়েকটি করোনা টিকার তৃতীয় তথা শেষ দফার ট্রায়াল চলছে। সেই ট্রায়াল শেষ হলেই বোঝা যাবে কোন টিকার কার্যকারিতা কত। সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে।


কিন্তু কোন দুটি ভ্যাকসিনকে এগিয়ে রাখছে এইমস? এই প্রশ্নের উত্তরে রণদীপ গুলেরিয়া জানান, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন. এই দুটিকেই এগিয়ে রাখছেন তাঁরা।


কেন্দ্রের তরফে আগেই বলা হয়েছে এই ভ্যাকসিন প্রথমে পাবেন দেশের প্রথম সারির করোনা যোদ্ধারা। তাঁদের সংখ্যা আনুমানিক ১ কোটি। এর মধ্যের রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ও স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্যরা। পরের ধাপে ভ্যাকসনি দেওয়া হবে পুলিশ-সেনাবাহিনী মিলে আরও ২ কোটি কোভিড যোদ্ধাকে। তিন কোটি টিকাকরণের পরের ধাপে আসবেন কোমর্বিডরা।