

• চোরা পথে মূল্যবান সামগ্রী পাচারের ক্ষেত্রে কত নিত্য নতুন পন্থাই না আবিষ্কার করে চোরাকারবারিরা । কখনও দেখা যায় অদ্ভুত কৌশলে ব্যাগ, জামা, জুতোর মধ্যে করে মূল্যবান সামগ্রী নিয়ে আসে তারা । কখনও বা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে তা বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয় । যেমন অভিনব ফন্দি এঁটেছিল এই দুই যুবকও । প্রতীকী চিত্র ।


• দুবাই থেকে ফ্লাইট 6E 8246-তে চেন্নাইয়ে ফিরছিল তারা । আর কে না জানে, গোটা বিশ্বের চোরাকারবারিদের কাছে দুবাই হল স্বর্গরাজ্য । চাইলে বাঘের দুধ পাওয়া যায় সেখানে । প্রতীকী চিত্র ।


• সেই দুবাই থেকেই মূল্যবান স্মার্টফোন, ল্যাপটপ, বিদ্যুতিন নানারকম সামগ্রী, দামি মদ, সিগারেট ও সোনা নিয়ে এসেছিল ওই দুই যুবক । প্রতীকী চিত্র ।


• চেন্নাই বিমানবন্দরের কাস্টমসে ধরা পড়ে যায় তারা । তল্লাশিতে তাঁদের কাছ থেকে ওই সমস্ত জিনিসপত্র উদ্ধার হয় । যার আনুমানিক মূল্য ১২.৪ লাখ টাকা । প্রতীকী চিত্র ।


• এরপরেই সামনে আসে আসল ঘটনাটা । দেখা যায়, নিজেদের পায়ুছিদ্রের মধ্যে করে ১.৪২ কেজি সোনা নিয়ে এসেছে দুই যুবক । যার আনুমানিক মূল্য ৭২.৬ লাখ টাকা । প্রতীকী চিত্র ।