1/ 4


সাম্প্রতিক কালে এত নৃশংস ধর্ষণের ঘটনা জনসমক্ষে আসেনি। দুমকায় এক মহিলা ১৭ জনের হাতে গণধর্ষিতা হলেন। ঘটনার অভিঘাতে নড়চড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন। দু সপ্তাহের মধ্যে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয় হয়েছে।
2/ 4


সূত্রের খবর , মঙ্গলবার রাতে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে বাজার সেরে বাড়ি ফিরছিলেন। গ্রামের রাস্তাতেই তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর তারা মদ্যপ অবস্থায় ছিল।
3/ 4


স্বামীকে আটকে ওই মহিলার উপর নৃশংস অত্যাচার শুরু করেন সতেরো জন মিলেই। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত একজনকে শণাক্ত করতে পেরেছে পুলিশ। ডিআইজি সুদর্শন মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।নির্যাতিতার বয়না নেওয়া হয়েছে। তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।