1/ 4


১২ বছরের নাবালিকাকেও ছাড়ল না পিশাচ ধর্ষকের দল। ঝাড়খণ্ডের দুমকায় শুক্রবার ধর্ষণের পর খুন করা হয়েছে ওই আদিবাসী কিশোরিকে। টিউশন পড়তে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরে তার দেহ মেলে ঝোপের ধারে।
2/ 4


সংবাদ সংস্থা ANI ও PTI কে পুলিশ সুপার আম্বার লাকরা বলেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, ধর্ষকরাই তাকে খুন করেছে। যদিও এখনও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া যায়নি।
3/ 4


ঘটনার কথা জানাজানি হতেই, কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল এমভি রাওকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সিএমও-তে রিপোর্ট দিতে। পাশাপাশি অপরাধীর ফাস্ট ট্র্যাক শুনানির কথাও জানানো হয়েছে তাঁর তরফে।