

ভালবাসায় বিশ্বাসভঙ্গ৷ আর সেই ধাক্কা সামলাতে না পেরেই আত্মঘাতী হল ১২ বছরের কিশোরী! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে৷ নিজের প্রেমিক অন্য কাউকে ভালবাসে, সুইসাইড নোটে এমনই অভিযোগ করেছে মৃত কিশোরী৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷


জানা গিয়েছে, আত্মঘাতী কিশোরী ফরিদাবাদের বল্লভগড়ে নিজের বাবা-মার সঙ্গে থাকত৷ প্রতিবেশী এক কিশোরকে ভালবাসত সে৷ কিন্তু ওই কিশোর অন্য কাউকে ভালবাসত বলে সুইসাইড নোটে অভিযোগ করেছে কিশোরী৷ photo source collected


এই ধাক্কা সামলাতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেয় কিশোরী৷ মৃত কিশোরীর বাবার বয়ান অনুযায়ী, মৃতদেহের কাছেই সুইসাইড নোট পাওয়া যায়৷ Representative Image


পুলিশও প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ হিসেবে সম্পর্কে বিশ্বাসভঙ্গের কথাই জানিয়েছে৷ এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছেrepresentative image