

১০৫ বছরের এক আফাগানি মহিলা করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন নয়ডার প্রাইভেট সারদা হাসপাতালে। তবে র্দীর্ঘ লড়াইয়ের পর তিনি এখন সুস্থ। এই বৃদ্ধার করোনা জয় অবাক করছে সকলে। photo source collected


আফগানিস্তানের কাবুলে থাকেন তিনি। এই ১০৫ বছর বয়সে লকডাউনের কিছুদিন আগেই নয়ডায় নিজের নাতী নাতনীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। লকডাউনের জন্য এদেশেই আটকে পড়েন ওই বৃদ্ধা। photo source collected


এর পর ১৬ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এবং তাঁর অবস্থার অবনতিই ঘটেছিল। ইসিজি রিপোর্ট খারাপ ছিল। তিনি কাউকে চিনতে পারছিলেন না। হৃদযন্ত্র ঠিক করে কাজ করছিল না। এই অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। photo source collected


সাত দিন পর ওই বৃদ্ধার অবস্থার উন্নতি হতে শুরু করে। তিনি ধীরে ধীরে সকলকে চিনতে শুরু করেন। শরীরের বাকি উপসর্গগুলোও কমতে শুরু করে। এই ঘটনায় অবাক ডাক্তারাও। photo source collected