শনি দেবতাকে সবাই ডরিয়ে চলেন! জীবনে একবার শনির কুনজর পড়লেই হল... জীবন নরক হতে বেশি সময় লাগে না বলেই দাবি জ্যোতিষশাস্ত্রের! যে বারোটি রাশি রয়েছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব অধিপতি গ্রহ থাকে। কেবল মকর এবং কুম্ভের অধিপতি হলেন শনি দেব এবং এই দুই রাশির উপরই বিশেষ কৃপা করেন শনি দেব৷ তাই এই দুই রাশির ক্ষেত্রে শনিদেবের প্রভাব পুরোটাই মঙ্গলদায়ক৷ ।