মহিলা মানেই মাতৃত্বে অভ্যস্ত হয়ে পড়েন সহজে, এটা ধরেই নেওয়া হয়৷ প্রচলিত ধারণা পাল্টে সমীক্ষা বলছে, অনেক মহিলাই সন্তানের জন্মের পর অবসাদে আক্রান্ত হন৷ সন্তানের জন্মের পর এই অবসাদ বা পোস্ট পার্টাম ডিপ্রেশন অনেক সময়েই ভয়ঙ্কর আকার ধারণ করে৷ তাই সত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷