নতুন এক সমীক্ষায় তোলপাড় সোশ্যাল মিডিয়ায় কেননা এমনই এক গবেষণা যা মুহূর্তেই কেড়ে নিতে পারে ঘুমও ৷ যেমস্ত মেয়েরা সন্তানের জন্ম দিতে পারেন না তাঁদের জন্য ঘোর সমস্যার বিষয় রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
ব্রিটেনের একটি রিসার্চে জানতে পারা গিয়েছে যে সমস্ত মহিলার সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই অর্থাৎ (infertility)-র সমস্যা আছে তাঁদের হার্ট ফেল করার আশঙ্কা থেকেই যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
অন্যান্য সমস্ত মহিলাদের তুলনায় এই সমস্ত মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতা ক্রমেই বাড়তে থাকে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
আমেরিকার কলেজ অফ কার্ডিওলজির প্রকাশিত একটি জার্নালে জানতে পারা গিয়েছে মহিলার প্রজননের ইতিহাস থেকে বেশ খানিকটা জানতে পারা যায় তাঁদের ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কতখানি থাকে ঠিক ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
যে সমস্ত মহিলাদের গর্ভবতী হওয়ার সময়ে সমস্যার সম্মুখীন হতে হয় ৷ বা মনোপজের জন্য সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তী সময়ে হার্টের সমস্যার সম্মুখীন হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
এই গবেষণায় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকেই দায়ি করা হয়েছে ৷ preserved ejection fraction এর সঙ্গে হার্ট অ্যাটাক (HFpEF) যেখানে হৃদপিন্ডের পেশি হৃদপিন্ডে রক্ত সম্পূর্ণ ভাবে ছড়িয়ে পড়েনা ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
দ্বিতীয় ভেন্ট্রিকম আর্থাৎ হার্টের নিচের স্তরের কোষ যেখানে প্রতিটি হৃদস্পন্দের পরে শরীরে ঠিক যতখানি রক্ত যাওয়া দরকার তা ঠিক যেতে পারেনা ৷ সেই কারণেই বাঁচতে পারেন না ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
মহিলাদের হার্ট ফেল বিশেষত HFpEF এই কারণেই হয়ে থাকে ৷ এক গবেষক ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কার্ডিওলজিস্ট চিকিৎসক এমেলি লৌ জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
গবেষণার সময়ে জানার চেষ্টা করা হয়েছে যে সমস্ত মহিলাদের থাইরয়েড বা দ্রুত মনোপজের সমস্যার সঙ্গে কি আদৌ প্রজনন বা হার্টের সমস্যার কোনও সংযোগ আছে? প্রতীকী ছবি ৷
10/ 13
তবে এই বিষয়ে নিয়ে কোনও সঠিক তথ্য এখনও প্রকাশ্যে আসেনি ৷ সেই গবেষক জানিয়েছেন এখনও পর্যন্ত এই বিষয়টি জানতে পারা যায়নি যে মহিলার সন্তান জন্ম দেওয়ার সমস্যা আছে তাঁদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কোনও সমস্যা আছে কি না? প্রতীকী ছবি ৷
11/ 13
বন্ধ্যাত্ব রোগের সঙ্গে হৃদরোগের সমস্যা নিয়ে কোনও গবেষণা হয়না ৷ সাধারণ হৃদরোগের সমস্যা ৫০ বছরের পরের সমস্যা বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
কিন্তু বন্ধ্যাত্ব রোগের সমস্যা ২০, ৩০, ৪০ বছরের সমস্যা ৷ এই দুইয়ের সমস্যা হিসাবে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়না ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
যে সমস্ত মহিলারা সন্তানের জন্ম দিতে ব্যর্থ তাঁদের ভবিষ্যতে হৃদরোগ থেকে বাঁচানোর পথ নির্দিষ্ট করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷