হোম » ছবি » লাইফস্টাইল » সদ্যোজাতকে চুমু নৈব নৈব চ, সাবধান থাকুন বাবা-মায়েরাও

সদ্যোজাতকে চুমু নৈব নৈব চ, সাবধান থাকুন বাবা-মায়েরাও

  • 14

    সদ্যোজাতকে চুমু নৈব নৈব চ, সাবধান থাকুন বাবা-মায়েরাও

    কারও মতে সদ্যোজাত সন্তানরা বিধাতার রূপ নিয়ে পৃথিবীতে আসে। তাদের সারল্যে ভরা হাসি, পবিত্র মন ও আশা দেখে স্বর্গীয় সুখ অনুভব করা যায়। ছোট্ট হাত-পা, ক্ষুদ্র আঙুল, নরম গাল, নিষ্পাপ চোখ দেখে মন চাইবে শিশুকে কোলে তুলে আদর করতে, কাছে টেনে চুমু খেতে। আর এখানেই থেমে যাওয়া উচিৎ। কেবল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নয়, সাবধান থাকতে হবে সদ্যোজাতের বাবা-মাকেও।

    MORE
    GALLERIES

  • 24

    সদ্যোজাতকে চুমু নৈব নৈব চ, সাবধান থাকুন বাবা-মায়েরাও

    কেন সদ্যোজাতও চুমু খাবেন না? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথম একমাস সদ্যোজাতের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেই সময়ে শিশুর মুখের সঙ্গে মুখ কিংবা ঠোঁটের সঙ্গে ঠোঁট ঠেকিয়ে চুমু খেলে সদ্যোজাতের শরীরে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। ফলে শিশুটি রোগাক্রান্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনকী সদ্যোজাতকে কোলে নেওয়ার আগেও নিয়ম মেনে হাত স্যানিটাইজ করা উচিৎ বলে জানানো হয়েছে। করোনাভাইরাসের আবহে এই অভ্যাস তো আবশ্যিক হয়ে পড়েছে!

    MORE
    GALLERIES

  • 34

    সদ্যোজাতকে চুমু নৈব নৈব চ, সাবধান থাকুন বাবা-মায়েরাও

    সদ্যোজাতের জীবন সংশয় ঘটাতে পারে কোন ভাইরাস? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অসাবধনতার কারণে সদ্যোজাত শিশুরা অধিকাংশ ক্ষেত্রে এইচএসভি-ওয়ান বা হার্পিস সিম্পেলেক্স ভাইরাসে আক্রান্ত হয়। প্রাপ্তবয়স্কদের মুখ এবং ঠোঁট থেকে এই ভাইরাস শিশুদের শরীরে সংক্রমিত হয়। যা সদ্যোজাতের জীবহানির কারণ হতে পারে বলে জানানো হয়েছে। চল্লিশোর্ধ ব্যক্তি থেকে শিশুদের শরীরে এইচএসভি-ওয়ান ভাইরাসের সংক্রমণ বেশি হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক সময় সদ্যোজাতর হাত এবং পা ছোঁয়ার চেষ্টা করেন কেউ কেউ। সেই ব্যক্তি যদি এইচএসভি-ওয়ান ভাইরাসের বহনকারী হন, তবে তাঁর থেকে শিশুটি রোগাক্রান্ত হতে পারেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

    MORE
    GALLERIES

  • 44

    সদ্যোজাতকে চুমু নৈব নৈব চ, সাবধান থাকুন বাবা-মায়েরাও

    কী করবেন আপনি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ পৃথিবীতে সদ্যোজাতের প্রথম এক-দুই মাস সব চেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর অভিভাবকদের খুব সাবধান এবং সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অসুস্থ ব্যক্তিকে শিশুর কাছে ঘেঁষতে না দেওয়াই ভাল। অন্য কেউ শিশুকে ছুঁতে এলে তাঁর হাত পরিশুদ্ধ কিংবা স্যানিটাইজ করানো বাধ্যতামূলক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জন্মের প্রথম তিন মাস শিশুদের জনবহুল এলাকায় না নিয়ে যাওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকী সদ্যোজাতকে যে স্থানে রাখা হবে, সেখানে লোকসমাগম যত কম করানো যায়, ততই ভালো!

    MORE
    GALLERIES