ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে হাতে গরম লাগে কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই জানেন না৷
2/ 5
এর পিছনে লুকিয়ে আছে রসায়নের এক বিরাট সত্যি৷ ভিজে হাতে ডিটারজেন্টকে স্পর্শ করলে তাপমোচী বিক্রিয়া ঘটে।
3/ 5
আসলে ডিটারজেন্টের মধ্যে মূল উপাদানটি হল সোডিয়াম কার্বনেট । এই সোডিয়াম কার্বনেট জলের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে ।
4/ 5
কিন্তু ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে , জল অপেক্ষা পাউডারের পরিমাণ বেশী হয় । এরফলে বিক্রিয়াজাত তাপের পরিমাণও বেশি হয় । ফলে হাতে বেশি গরম লাগে।
5/ 5
কিন্তু আমরা যখন বালতি ভর্তি জলে অল্প একটু পাউডার দিই জামাকাপড় কাঁচার জন্য । তখন সেই বিক্রিয়া দ্বারা উৎপাদিত তাপ জলের মধ্যেই বিলীন হয়ে যায় । এরফলে সেই সময় আমরা এই তাপটাকে অনুভব করতে পারিনা।
Unknown Facts: ভিজে হাতে ডিটারজেন্ট নিলে গরম লাগে কেন জানেন নাকি? ৯৯ শতাংশই কিন্তু ডাহা ফেল
কিন্তু আমরা যখন বালতি ভর্তি জলে অল্প একটু পাউডার দিই জামাকাপড় কাঁচার জন্য । তখন সেই বিক্রিয়া দ্বারা উৎপাদিত তাপ জলের মধ্যেই বিলীন হয়ে যায় । এরফলে সেই সময় আমরা এই তাপটাকে অনুভব করতে পারিনা।