কেন পুরুষরা যৌনকর্মীর কাছে যায়, পয়সা খরচ করে সেক্সের জন্য? জানুন বাস্তব

Last Updated:
১৬ থেকে ৮৪ বছর বয়সের ৬০০০ জন পুরুষদের নিয়েই মূলত সমীক্ষাটি পরিচালনা করেছেন মনোবিদ এবং তাঁর সহকারী দল।
1/5
সমীক্ষাপত্রের একেবারে শুরুতেই একটা কৈফিয়ত দিয়ে রেখেছেন সুইডিশ মনোবিদ শার্লট ডেওগান (Charlotte Deogan)। কেন এই সমীক্ষায় কেবল পুরুষদেরই অন্তর্গত করা হয়েছে, সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সমীক্ষাপত্রের একেবারে শুরুতেই একটা কৈফিয়ত দিয়ে রেখেছেন সুইডিশ মনোবিদ শার্লট ডেওগান (Charlotte Deogan)। কেন এই সমীক্ষায় কেবল পুরুষদেরই অন্তর্গত করা হয়েছে, সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।
advertisement
2/5
আর্কইভস অফ সেক্সুয়াল বিহেভিয়ার (Archives of Sexual Behavior) নামের জার্নালে প্রকাশিত এই সমীক্ষাপত্রে বলা হয়েছে যে পুরুষ-যৌনকর্মীদের সংখ্যা সমাজে এখনও তুলনামূলক ভাবে কম এবং এই পরিষেবার খরচও বেশি। পাশাপাশি, এই পরিষেবাও নারীদের তুলনায় পুরুষেরাই বেশি উপভোগ করে থাকেন। সে কারণে ১৬ থেকে ৮৪ বছর বয়সের ৬০০০ জন পুরুষদের নিয়েই মূলত সমীক্ষাটি পরিচালনা করেছেন মনোবিদ এবং তাঁর সহকারী দল।
আর্কইভস অফ সেক্সুয়াল বিহেভিয়ার (Archives of Sexual Behavior) নামের জার্নালে প্রকাশিত এই সমীক্ষাপত্রে বলা হয়েছে যে পুরুষ-যৌনকর্মীদের সংখ্যা সমাজে এখনও তুলনামূলক ভাবে কম এবং এই পরিষেবার খরচও বেশি। পাশাপাশি, এই পরিষেবাও নারীদের তুলনায় পুরুষেরাই বেশি উপভোগ করে থাকেন। সে কারণে ১৬ থেকে ৮৪ বছর বয়সের ৬০০০ জন পুরুষদের নিয়েই মূলত সমীক্ষাটি পরিচালনা করেছেন মনোবিদ এবং তাঁর সহকারী দল।
advertisement
3/5
শার্লট জানিয়েছেন যে এই ব্যাপারে তাঁরা সমীক্ষায় অংশগ্রহণকারীদের একটি ফর্ম ফিল আপ করতে বলেছিলেন তাঁদের যৌনজীবনের উপভোগ্যতার ভিত্তিতে। দেখা গিয়েছে- যে সব পুরুষেরা নিষিদ্ধপল্লীতে যান এবং সেক্সের জন্য পয়সা খরচ করে থাকেন, তাঁদের কারও যৌনজীবন আদপেই উপভোগ্য নয়। হয় তাঁরা সঙ্গিনীর কাছ থেকে যথেষ্ট আনন্দ পাচ্ছেন না বা তাঁদের সঙ্গিনীর অভাব রয়েছে- এই দুই কারণের যে কোনও একটা তাঁদের পরিচালিত করেছে এমন পদক্ষেপে।
শার্লট জানিয়েছেন যে এই ব্যাপারে তাঁরা সমীক্ষায় অংশগ্রহণকারীদের একটি ফর্ম ফিল আপ করতে বলেছিলেন তাঁদের যৌনজীবনের উপভোগ্যতার ভিত্তিতে। দেখা গিয়েছে- যে সব পুরুষেরা নিষিদ্ধপল্লীতে যান এবং সেক্সের জন্য পয়সা খরচ করে থাকেন, তাঁদের কারও যৌনজীবন আদপেই উপভোগ্য নয়। হয় তাঁরা সঙ্গিনীর কাছ থেকে যথেষ্ট আনন্দ পাচ্ছেন না বা তাঁদের সঙ্গিনীর অভাব রয়েছে- এই দুই কারণের যে কোনও একটা তাঁদের পরিচালিত করেছে এমন পদক্ষেপে।
advertisement
4/5
তবে এই সমীক্ষা চোখে আঙু দিয়ে দেখিয়ে দিয়েছে যে অল্পবয়স্কদের তুলনায় বেশি বয়স হয়ে গিয়েছে এমন পুরুষেরাই মূলত সেক্সের জন্য পয়সা খরচ করে থাকেন। কেন, সেই ব্যাপারে শার্লট তুলে ধরেছেন অর্থনৈতিক, মানসিক এবং সঙ্গিনীর সহজলভ্যতার তিন বিষয়কে। তিনি বলছেন যে অল্পবয়সীরা তাঁদের বয়সের কারণেই সহজে সঙ্গিনী পেয়ে থাকেন, সুতরাং তাঁদের পয়সা খরচ করার প্রয়োজন হয় না। অনেকে আবার মানসিক দ্বিধার জায়গা থেকেও দরকার হলেও পয়সা খরচ করতে চান না, অনেক সময়ে সেই টাকাটাও তাঁদের কাছে থাকে না।
তবে এই সমীক্ষা চোখে আঙু দিয়ে দেখিয়ে দিয়েছে যে অল্পবয়স্কদের তুলনায় বেশি বয়স হয়ে গিয়েছে এমন পুরুষেরাই মূলত সেক্সের জন্য পয়সা খরচ করে থাকেন। কেন, সেই ব্যাপারে শার্লট তুলে ধরেছেন অর্থনৈতিক, মানসিক এবং সঙ্গিনীর সহজলভ্যতার তিন বিষয়কে। তিনি বলছেন যে অল্পবয়সীরা তাঁদের বয়সের কারণেই সহজে সঙ্গিনী পেয়ে থাকেন, সুতরাং তাঁদের পয়সা খরচ করার প্রয়োজন হয় না। অনেকে আবার মানসিক দ্বিধার জায়গা থেকেও দরকার হলেও পয়সা খরচ করতে চান না, অনেক সময়ে সেই টাকাটাও তাঁদের কাছে থাকে না।
advertisement
5/5
 কিন্তু বয়স্ক পুরুষদের ক্ষেত্রে একটা সময়ে এসে এই সব কারণ অবান্তর হয়ে যায়। বয়সের জন্য সঙ্গিনী পেতে অসুবিধা হয়, দীর্ঘ দিন ধরে উপার্জন করার সূত্রে হাতে টাকাও থাকে। শারীরিক টানের জন্য তখন আর তাঁরা পয়সা খরচ করতে পিছ-পা হন না বলেই সমীক্ষাপত্রে দাবি তুলেছেন মনোবিদ!
কিন্তু বয়স্ক পুরুষদের ক্ষেত্রে একটা সময়ে এসে এই সব কারণ অবান্তর হয়ে যায়। বয়সের জন্য সঙ্গিনী পেতে অসুবিধা হয়, দীর্ঘ দিন ধরে উপার্জন করার সূত্রে হাতে টাকাও থাকে। শারীরিক টানের জন্য তখন আর তাঁরা পয়সা খরচ করতে পিছ-পা হন না বলেই সমীক্ষাপত্রে দাবি তুলেছেন মনোবিদ!
advertisement
advertisement
advertisement