বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু (WHO) ঘরের বাইরে ও ভিতরে মাস্ক পরার নিয়মাবলী নতুন করে আপডেট করল। করোনাকালে মাস্ক (mask) পরা, বার বার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখা আর সামাজিক দূরত্ব মেনে চলার গুরুত্ব প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তাই মাঝে মধ্যেই এই বিষয়ে হু (WHO) তার নির্দেশিকা দিতে থাকে।
শিশুদের জন্য পরামর্শ: কোনও রকম শারীরিক সমস্যা না হলে পাঁচ বছর পর্যন্ত শিশুদের মাস্ক পরার দরকার নেই। যাদের বয়স ছয় থেকে এগারোর মধ্যে, তারা মাস্ক পরতে পারে। কিন্তু এ ক্ষেত্রে বড়দের তাদেরকে মাস্কের সঠিক ব্যবহার শিখিয়ে দিতে হবে। যে অঞ্চলে তারা থাকে, সেখানে সংক্রমণ কতটা ছড়িয়েছে সেটাও মাথায় রাখতে হবে।
নন মেডিকেল মাস্ক কখন পরা যাবে? দোকান, স্কুল, কাজের জায়গা ইত্যাদির ক্ষেত্রে নন মেডিকেল (non medical) মাস্ক পরা যাবে। বাইরে বেরোলে যদি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হয়, তা হলেও নন মেডিকেল মাস্ক পরা যায়। ঘরের মধ্যে যদি যথেষ্ট বাতাস আসা-যাওয়ার জায়গা না থাকে, তা হলে সামাজিক দূরত্ব থাকলেও এই মাস্ক পরা যেতে পারে।