একটি আদর্শ সঙ্গমের স্থায়িত্ব কতক্ষণ হওয়া উচিত, তা নিয়ে অনেকের মনেই অনেকরকম প্রশ্ন আছে৷ কেউ অনেক বেশি সময় ধরে রতিক্রিয়ায় লিপ্ত হতে চান৷ কেউ আবার কিছু সময়ের পরেই উৎসাহ হারান৷
2/ 5
ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত এক গবেষণার ফলাফলে জানা গিয়েছে, আদর্শ সঙ্গমের ব্যপ্তি ৭ থেকে ১৩ মিনিট পর্যন্ত স্থায়ী হয়৷ এর থেকে বেশি বা কম সবটাই নির্ভর করে ব্যক্তিবিশেষে৷ অর্থাৎ কেউ এর থেকেও বেশি সময় ধরে সঙ্গমে লিপ্ত হতেই পারেন৷
3/ 5
এই পুরো তথ্যটি পাওয়া গিয়েছে সমীক্ষাভিত্তিক গবেষণায়৷ তবে ফোরপ্লে কিন্তু এর আওতায় পড়ে না৷ বরং আপনি যতক্ষণ খুশি আপনার সঙ্গীকে আদর করতে পারেন৷
4/ 5
এছাড়া এমন অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে মিলনের পরেও ক্লান্ত হন না৷ অনেকে আবার অল্পেই হাঁপিয়ে যান৷
5/ 5
গবেষণা বলছে, দীর্ঘ সময়ের সহবাস কিন্তু শরীরের পক্ষে ভাল৷ এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ আপনি কোনও যৌন রোগে আক্রান্ত হলে, তা অবশ্য আলাদা বিষয়৷ এছাড়া, পুরুষাঙ্গের দৈর্ঘ্যের উপরেও নির্ভর করে সঙ্গমের সময়কাল৷