

অসুস্থ মহারাজ। শনিবার হঠাৎই মাইল্ড হার্ট অ্যাটাকের কবলে পড়েন তিনি। তড়িঘড়ি গোল্ডেন আওয়ারে হাসপাতালে পৌঁছনোর ফলেই অনেকটা ঝুঁকি কমেছে। আপাতত একটি স্টেইন বসিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকরা বলছেন, সৌরভের যা হয়েছিল তা হতে পারে যে কারও। সেক্ষেত্রে চেনা জরুরি রোগের উপসর্গ, সমাধানের সব পথগুলিও।


চিকিৎসা পরিভাষায় সৌরভের হয়েছে মায়োকার্ডিয়াল ডিজিজ। এমনটা বলে হার্টরেট নামতে শুরু করে, একটা সময় ব্ল্যাকআউট হয়ে যেতে পারেন রোগী।


কেন এই ব্লকেজ হয়? চিকিৎসকরা বলছেন শারীরিক মানসিক ক্লান্তি থেকে এই রোগের সূ্ত্র। অনেকেই তা প্রথমে বুঝতেই পারেন না। ক্রমে ধমনীগুলি সরু হয়, বেড়ে যায় কোলেস্টরেল। আর ধমনীর ভিতরে রক্তচলাচলের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসে। এরই ফলশ্রুতি হার্ট অ্যাটাক।


কেন এই ব্লকেজ হয়? চিকিৎসকরা বলছেন শারীরিক মানসিক ক্লান্তি থেকে এই রোগের সূ্ত্র। অনেকেই তা প্রথমে বুঝতেই পারেন না। ক্রমে ধমনীগুলি সরু হয়, বেড়ে যায় কোলেস্টরেল। আর ধমনীর ভিতরে রক্তচলাচলের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসে। এরই ফলশ্রুতি হার্ট অ্যাটাক।


এক্ষেত্রে চিকিৎসার দুটি পথ খোলা। ব্লকটি খুব জটিল না হলে চিকিৎসকরা স্টেন্ট বসানোর পথে হাঁটেন। অন্যথায় বাইপাসই আদর্শ চিকিৎসা।