কথায় আছে, ভালোবাসার কোনও বয়স হয় না। গজল সম্রাট জগজিৎ সিং-এর একটি গজলে বলা হয়েছে, 'না উমর কে সীমা হো, না জন্ম কা হো বন্ধন/ যে পেয়ার করে কোয়ি তো দেখে কেবল মন' অর্থাৎ, 'বয়সের কোনও সীমা থাকবে না, জন্মের কোনও বন্ধন থাকবে না ভালোবাসায়।' এই কথাই নিজের জীবনে (Love Affair | Viral News) সত্যি প্রমাণ করে দেখালেন ব্রিটেনে বসবাসকারী এক দম্পতি। ব্রিটেনে, ২৬ বছর বয়সি ওই মেয়ে তার বয়সের দ্বিগুণেরও বেশি বয়সের একজন পুরুষের প্রেমে পড়েন। জানলে অবাক হবেন মেয়েটি ৫৮ বছর বয়সী এক পুরুষের প্রেমে পড়েছে। প্রতীকী ছবি।
জেসিকা থাকেন লিংকনশায়ারে। জেসিকা হকিংয়ের প্রেমিক ডার্মট মারে ৫৮ বছর বয়সি। জেসিকা বলে (Love Affair | Viral News) যে তাদের এক সঙ্গে দেখে সবাই জিজ্ঞাসা করে তিনি কি কি জেসিকার বাবা? জেসিকা জানান, বয়সে তাদের মধ্যে এত বড় পার্থক্য থাকলেও তাদের প্রেম ও শারীরিক সম্পর্কের জীবন কিন্তু খুব সুখেই চলছে। প্রতীকী ছবি।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, জেসিকা প্রায় এক বছর ধরে ৫৮ বছরের ডারমোটের সঙ্গে ডেটিং করছেন। তিনি বলেন, বেশিরভাগ মানুষ তাদের একসঙ্গে দেখে তাদের সম্পর্ক বুঝতে পারে না এবং তাদের বাবা-মেয়ে বলে ডাকে। জেসিকা এখন খুব শিগগিরই প্রেমিকের সঙ্গে বাগদান করতে চলেছেন (Love Affair | Viral News) । জেসিকা ডার্মোটের সাথে এতটাই গভীর প্রেমে পড়েছেন যে এখন তিনি তার সাথেই আজীবন কাটাতে চান (Relationship Tips)। প্রতীকী ছবি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক মহিলা বন্ধুর মাধ্যমে ডার্মটের সঙ্গে আলাপ হয়েছি জেসিকার। তারপর জেসিকা ভাবেননি যে তিনি ডারমোটের প্রেমে পাগল হয়ে যাবেন। প্রথমে তাদের মধ্যে দফায় দফায় দেখা সাক্ষাৎ হয় এবং তারপর এপ্রিলে দুজনেই মন থেকে তাদের সম্পর্ক (Relationship Tips) মেনে নেন। জেসিকা বলেন, ডার্মট একজন প্রেমিক হিসাবে যে খুব যত্নশীল তাই নয়, তিনি বিছানায়ও তাঁকে খুব খুশি রাখেন এবং শারীরিকভাবে সুস্থ থাকেন। প্রতীকী ছবি।
জেসিকা বলেন যে তার প্রেম জীবন এবং রোমান্স জীবন খুব এই মুহূর্তে দুর্দান্ত যাচ্ছে। জেসিকা বলে যে তার মা ডারমোটের চেয়ে মাত্র ৪ বছরের বড়, কিন্তু তাদের সম্পর্ক নিয়ে তাঁরও কোনও সমস্যা নেই (Relationship Tips)। আগে সমাজের কথা ভেবে সম্পর্ক প্রকাশ করা এড়িয়ে যেতেন দুজনে, যদিও এখন সবার সামনেই মেনে নিয়েছেন এই সম্পর্কটা। প্রতীকী ছবি।