জন্ম নিয়ন্ত্রণের জন্য আধুনিকারা ভরসা করেন ফেমিডোম বা ফিমেল কন্ডোমের উপর। বহু সুবিধে সত্ত্বেও মহিলাদের কন্ডোমের কিছু সমস্যাও আছে। এই মধুমাসে জেনে রাখুন সেগুলিও।
2/ 7
অনেক মহিলাই যোনিপথে এই কন্ডোম প্রবেশ করাতে অস্বাচ্ছন্দ্য বোধ করেন।
3/ 7
তুলনামূলকভাবে কম হলেও ফেমিডোম বা ফিমেল কন্ডোম থেকে অ্যালার্জিক সংক্রমণও হতে পারে।
4/ 7
যোনিপথে ব্যথা, মৃদু চুলকানি বা হাল্কা প্রদাহ হতে পারে ফেমিডোম ব্যবহারের ফলে।
5/ 7
যেহেতু যোনিপথে প্রবেশ করানো হয়, তাই মহিলাদের ক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রক থেকে ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণের হওয়ার আশঙ্কা থাকে।
6/ 7
ল্যাটেক্স, নাইট্রাইল বা পলিইউরেথেন থেকে অ্যালার্জির আশঙ্কা বা প্রবণতা থাকলে ফেমিডোম ব্যবহার না করাই বাঞ্ছনীয়।
7/ 7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Healthy Lifestyle: শারীরিক মিলনের সময় মহিলাদের কন্ডোম ব্যবহার করেন? এর ক্ষতিকর দিকগুলিও জেনে নিন
জন্ম নিয়ন্ত্রণের জন্য আধুনিকারা ভরসা করেন ফেমিডোম বা ফিমেল কন্ডোমের উপর। বহু সুবিধে সত্ত্বেও মহিলাদের কন্ডোমের কিছু সমস্যাও আছে। এই মধুমাসে জেনে রাখুন সেগুলিও।