হলিউড ইউনিভার্সাল স্টুডিও-র ঘোষণার পরে কিছুটা স্বস্তিতে রয়েছেন মানুষ। লস এঞ্জেলেস আপাতত মাস্ক না পরেই দিন কাটাচ্ছে। মানুষ আশ্বস্ত যে আর তাদের কোভিডের নেতিবাচক শংসাপত্র দেখাতে হবে না।
2/ 4
ইউনিভার্সাল স্টুডিও জানিয়েছে, ৪ মার্চ শুক্রবার থেকে অতিথিদের আর মাস্ক পরতে হবে না। টিকা নেওয়ার প্রমাণও দেখাতে হবে না। কোভিড রিপোর্ট নেগেটিভেরও কোনও প্রমাণ দেখানোর প্রয়োজন নেই।
3/ 4
ইউনিভার্সাল স্টুডিও অফ হলিউড, ডিজনিল্যান্ড, বুয়েনা পার্কের নটস বেরি ফার্ম এবং ভ্যালেন্সিয়ার সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউন্টেন সবই মহামারির কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। এরপর কোভিড প্রোটোকল মেনেই সবকিছু খোলে।
4/ 4
কয়েকদিন আগে ডিজনিল্যান্ডও তাদের গাইডলাইনে অনুরূপ পরিবর্তন করেছে। জানানো হয়েছে, মাস্ক ঐচ্ছিক।