মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত কে আর পছন্দ করে না। কিন্তু পছন্দ করলেই তো আর হল না। দাঁতকেও তো সুন্দর এবং ঝকঝকে সাদা হতে হবে। আর সেটা করতে পারেন আপনি বাড়িতে বসেই। হাতের নাগালের মধ্যে পাওয়া যায়, এমন জিনিসগুলো ব্যবহার করেই দিব্যি আপনার দাঁতও হয়ে উঠতে পারে মুক্তোর মতো।