হোয়াটসঅ্যাপ তো বহু বছর হল আমরা ব্যবহার করছি। কিন্তু, এখনও এই অ্যাপের অনেক ফিচারই আমাদের অজানা। এখন হোয়াটসঅ্যাপ আমাদের সকলের কাছে একটা লাইফলাইনের মতো হয়ে গেছে। হোয়াটস অ্যাপ ছাড়া জীবনের একটা দিন কেন, একটা ঘণ্টাই কল্পনা করা যায় না। স্কুল-কলেজের পড়াশোনা থেকে শুরু করে কর্মক্ষেত্র, সবেতেই এখন বাধ্যতামূলক হোয়াটস অ্যাপের ব্য়বহার। সারা দিন হোয়াটসঅ্যাপে বহু মানুষের সঙ্গে এত এত কথা হয়। কিন্তু কার সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়, তা বলা সম্ভব কী?
হোয়াটস অ্যাপে এমন একটা ফিচার আছে, যার মাধ্যমে চেক করা যায় যে, হোয়াটসঅ্যাপে কোনও ব্যক্তি সবচেয়ে বেশি কার সঙ্গে কথা বলেছেন। চলুন জেনে নিই, কেমন করে চেক করবেন সেই তথ্য়। স্টেপ ১: প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। স্টেপ ২: তারপর সেটিংসে ট্যাপ করুন। স্টেপ ৩: তারপর Data and Storage usage এ যান। (ছবি: আনস্প্ল্যাশ)