বিছানায় আত্মবিশ্বাসী থাকলে শারীরিক সঙ্গম অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। দুই সঙ্গীর মধ্যে দুজনেই সক্রিয়ভাবে যৌনতায় অংশ নিলেই সেই মুহূর্ত উপভোগ করা যায় মসৃণভাবে। কিন্তু অনেকেই অন্তরঙ্গ মুহূর্তে অনেকেই সাবলীল হতে পারেন না। কারণ তাঁরা সেক্সুয়াল কনফিডেন্সের অভাবে ভুগতে থাকেন । অতীতের কোনও যন্ত্রণা এর কারণ হতে পারে । সার্বিক নিরাপত্তাহীনতা, আবেগগত দিকে আঘাত, সচেতনতার অভাবও দায়ী হতে পারে এই সমস্যার পিছনে।
সঙ্গীর সঙ্গে কথা বলা, স্বচ্ছ থাকা খুব দরকার । যৌনজীবনের ওঠাপড়া নিয়েও সঙ্গীর সঙ্গে কথা বলুন। শয্যাসঙ্গী আপনার সমস্যার কথা উপলব্ধি করতে পারবেন। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যদি এ বিষযে সঙ্গীর সঙ্গে কথা বলতে না পারেন বা আপনার সমস্যা তাঁর কাছে গুরুত্ব না পায়, তাহলে বুঝবেন আপনার জীবনে তাঁর পরিসর সীমিত।