পাকা কলা ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ভাল থাকে। তবে সব কলা একসঙ্গে রাখবেন না, তাতে কলার খোসা দ্রুত পচতে শুরু করে। কলা আলাদা আলাদা করে রাখুন। কিংবা কলার খোসা ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন, এতে অনেকদিন পর্যন্ত কলা ভাল থাকে। সম্ভব হলে ডিপ-ফ্রিজে কলা রাখুন। ফ্রোজেন কলা ৩০ দিন পর্যন্ত ভাল রাখা যায়।