

রান্নাঘরে দুর্গন্ধ রুখতে নামীদামি ব্র্যান্ডের ফ্রেশনার ব্যবহার করেও ফল পাননি? ট্রাই করুন সহজ ঘরোয়া কিছু উপায়। রেজাল্ট গ্যারান্টেড!


কয়েকটা পাতিলেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা আভেনে বেক করুন। এবার আভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। রান্নাঘরের গন্ধ উবে যাবে। বাঁধাকপি বা মুলো সেদ্ধ করলে রান্নাঘরে টেকা দায়! তাই এই সবজিগুলোর সেদ্ধ করার সময় জলে একটুকরো পাতিলেবু জলে দিয়ে দিন।


রান্নাঘরে আঁশটে গন্ধ বেরলে, অল্প এলাচ, দারচিনি ও তেজপাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখুন, যাতে গোটা রান্নাঘরে ভাপ ছড়িয়ে পরে।


রান্নাঘরে আঁশটে গন্ধ বেরলে, অল্প এলাচ, দারচিনি ও তেজপাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখুন, যাতে গোটা রান্নাঘরে ভাপ ছড়িয়ে পরে।


মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন। প্রতিদিন রাতে গরম জলে বেকিং সোডা ঘন করে গুলে স্পাঞ্জ দিয়ে গ্যাস আভেন মুছলে পোড়া গন্ধ চলে যাবে।