ঘরের পাশাপাশি বাথরুমকেও সুন্দর করে তোলা জরুরি। কিন্তু কলের উপরের কালো ছোপ মাঝেমধ্য়েই আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই দাগ কাটানোর অবর্থ্য় ওষুধ হল ভিনিগার। যেহেতু ভিনিগার অ্যাসিডিক তাই দাগ তুলতে এটি দারুণ কাজ করবে। লেবুও অ্য়াসিডিক। তাই দাগ তুলতে এটিও খুব ভাল কাজ করে। এরপরেই আসছে বেকিং সোডা। এই সাধারণ রান্নার পণ্যটি কল এবং ট্যাপের উপরের দাগ তুলতে বিস্ময়কর কাজ করে। আপনার হাতের সামনেই রয়েছে এতসব ঘরোয়া উপাদান। তাই বাথরুম বা কল কোনওটাই অপরিষ্কার হওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।